বিজ্ঞপ্তি-০১/২০২৪ খ্রি.
এতদ্বারা কোটচাঁদপুর কামিল মাদরাসায় অধ্যায়নরত ছাত্র-ছাত্রী, অভিভাবক ও দাতা শ্রেণির সদস্যগণকে এই মর্মে অবগত করানো যাইতেছে যে, ইতোমধ্যেই অত্র কামিল মাদরাসার নতুন গভর্নিং বডি গঠন-২০২৪ খ্রি. উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণির সাময়িক/খসড়া অনুমোদিত ভোটার তালিকা প্রকাশ করা হইয়াছে। এই ব্যাপারে কাহারো কোন আপত্তি/সংশোধনী থাকিলে উহা আগামী ২৯/১২/২০২৪ খ্রি. তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।